August 2, 2025, 4:21 am

রাণীশংকৈলে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে বিশৃঙ্খলা: চেয়ার ভাঙচুর ও মারামারি

Reporter Name 106 View
Update : Friday, January 10, 2025

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজবাড়ীতে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর এই ঘটনার জেরে চেয়ার ভাঙচুর ও মারামারি হয়। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সাময়িকভাবে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা গেছে, ইত্যাদি কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলায় প্রায় দুই হাজার প্রবেশ পাস বিতরণ করেছিল। তবে অনুষ্ঠানে এর চেয়ে অনেক বেশি মানুষের সমাগম ঘটে। অতিরিক্ত দর্শনার্থীর চাপে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। দর্শকের ভিড় কিছুটা কমলে পরে আবারও অনুষ্ঠান শুরু করা হয়।

দর্শনার্থীরা এই বিশৃঙ্খলার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। স্থানীয় সুমন হোসেন বলেন, “পাস নিয়ে উপস্থিত হয়েও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না। এটা সম্পূর্ণ কর্তৃপক্ষের ব্যর্থতা।”

আরেক দর্শক সামিম হোসেন বলেন, “এত অল্প জায়গায় এমন বড় আয়োজন করা উচিত হয়নি। নিরাপত্তা ব্যবস্থার অভাব ছিল স্পষ্ট।”

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই ছবি ও ভিডিও পোস্ট করে আয়োজকদের অব্যবস্থাপনার দিকে আঙুল তুলেছেন।

তবে ইত্যাদি কর্তৃপক্ষ এ ঘটনার জন্য উৎসুক জনতাকে দায়ী করেছেন


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর