August 1, 2025, 10:04 am

লন্ডন যাওয়ার পথে চিত্রনায়িকা নিপুণ আটক

Reporter Name 198 View
Update : Friday, January 10, 2025

আলোচিত অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিপুণের লন্ডন যাত্রায় আপত্তি জানায়। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং তার পাসপোর্টসহ অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ফ্লাইট বাতিল করা হয়। তবে এনএসআই-এর পক্ষ থেকে আপত্তির সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি।

এ ঘটনার পর চলচ্চিত্রাঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে, তবে নিপুণ বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, এর আগে নানা বিতর্কে জড়িয়ে আলোচনায় এসেছিলেন নিপুণ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর