October 23, 2025, 4:38 am

আইন মন্ত্রণালয়ের আদেশ জারি:

বিডিআর হত্যাকাণ্ডের বিচারকাজ কেরানীগঞ্জে
Reporter Name 133 View
Update : Sunday, January 12, 2025

রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের মামলার বিচার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালত ভবনে অনুষ্ঠিত হবে। রবিবার (১২ জানুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচারকার্য পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত ভবনটিকে অস্থায়ী আদালত বানিয়ে বিচার পরিচালিত হয়ে আসছে।

তবে গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারকার্য পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে আসামিদের নিয়ে যাওয়া-আসা ও নিরাপত্তা নিশ্চিত করা প্রায় অসম্ভব হচ্ছে।

আসামিদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে বিধায় ওই কারাগারে নির্মিত অস্থায়ী আদালতে বিচারকার্য পরিচালনা করা গেলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা দূর হবে এবং নিরাপত্তা নিশ্চিত হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর