August 3, 2025, 2:04 am

এ সরকারের প্রতি বড় দেশগুলোর সমর্থন আছে: ড. ইউনূস

Reporter Name 106 View
Update : Saturday, February 15, 2025

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পুরো পৃথিবীর বড় বড় দেশগুলো এই সরকারের প্রতি সমর্থন রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টের মাধ্যমে সারা পৃথিবী জানতে পেরেছে শেখ হাসিনার নৃশংসতা কত বেশি।
শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এসব কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক এখনো চলমান রয়েছে।

আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসের একটি সেশন শেষ হয়েছে। আমরা কিরকম বাংলাদেশ চাই এ বিষয়ে সংলাপে মাধ্যমে নির্ধারিত হবে, এটি একটি মহৎ উদ্যোগ।

উপ-প্রেস সচিব মুহাম্মাদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আমরা ২৬টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম। প্রায় ১০০ জনের মতো প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে উপস্থিত আছেন। বৈঠকে উপস্থিত উল্লেখযোগ্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে তিনি বিএনপি জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নাম উল্লেখ করেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর