August 1, 2025, 5:04 am

রূপপুর প্রকল্পের গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

Reporter Name 124 View
Update : Tuesday, February 18, 2025

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি এলাকায় মি. এইডার (Mr. Aider) নামে এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে গ্রিন সিটির ২ নম্বর বিল্ডিংয়ের ১১ তলার ১১৬ নম্বর ফ্ল্যাটের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত মি. এইডার ট্রেস্ট রোসেম (Trest Rossem) কোম্পানিতে কর্মরত ছিলেন।

জানা যায়, মি. এইডার রুমে একাই থাকতেন। তার ফ্ল্যাটের পার্শ্ববর্তী রুমে আরো দুজন রাশিয়ান নাগরিক থাকতেন। রাতে তার ঝুলন্ত মরদেহ এএমই (ASE) কোম্পানির নিরাপত্তা সদস্যরা প্রথম দেখতে পান। পরে বায়েক, এএমই, আইআরএফ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর