August 2, 2025, 5:36 pm

আদালতের নির্দেশে চাকরি ফেরত পাচ্ছেন নিয়োগবঞ্চিত ১১৩৭ জন

Reporter Name 97 View
Update : Thursday, February 20, 2025

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর সর্বোচ্চ আদালতের আদেশে নিয়োগবঞ্চিতরা তাদের চাকরি ফিরে পাচ্ছেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। এ সময় রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

২০০৭ সালের ২১ জানুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। তবে সেবছরের ৩০ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ ফলাফল বাতিলের সিদ্ধান্ত নেয়। পরে ১ জুলাই পিএসসি আনুষ্ঠানিকভাবে ফলাফল বাতিল করে।

এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনকারীরা উচ্চ আদালতে আবেদেন করেন। হাইকোর্ট প্রথমে মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেন। পরবর্তীতে ২০১০ সালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে।

এরপরও নিয়োগবঞ্চিতরা তাদের নিয়োগের জন্য পুনর্বিবেচনার আবেদন করেন। গেল বছর ১৪০ জন আলাদা আবেদন দায়ের করেন। শুনানি শেষে গত ৭ নভেম্বর আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করেন।

এর ধারাবাহিকতায় তিনটি আপিল আবেদনের ওপর শুনানি শেষে বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

বৃহস্পতিবার চূড়ান্ত রায়ে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর