August 2, 2025, 3:42 am

ডাক্তার মোঃ জাকারিয়া একুশের স্মৃতি পদকে ভূষিত

ঢাকা টোয়েন্টিফোর | Dhaka24- 128 View
Update : Thursday, February 20, 2025

নিজস্ব প্রতিবেদক ♦
নরসিংদীর সুনামধন্য হোমিও চিকিৎসক ও মাধবদী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ জাকারিয়া একুশের স্মৃতি পদক- ২০২৫ এ ভূষিত হয়েছেন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি ‘একুশে স্মৃতি পরিষদ’ আয়োজিত মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মননায় ভূষিত হন।

রাজধানীর বিজয়নগর পুরানা পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি জয়নাল আবেদীন ডাক্তার মোঃ জাকারিয়ার হাতে সম্মাননা পদক তুলে দেন।

একুশে স্মৃতি পরিষদ এর ভাইস চেয়ারম্যান এড ভোকেট মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব রোকন উদ-দোলা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জাকরিয়া, অর্থমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, সাবেক সচিব শেখ মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্বব সুলতান মাহমুদ বাবু প্রমূখ।

সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ডাক্তার মোঃ জাকারিয়াকে এই একুশে স্মৃতি পদক- ২০২৫ প্রদান করা হয় । তার এই পদকপ্রাপ্তিতে স্থানীয় মাধবদীবাসী গর্বিত। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন সহ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর