August 9, 2025, 2:29 am

১৫০ উপজেলায় চালু হচ্ছে ‘মিড ডে মিল’

Reporter Name 75 View
Update : Thursday, February 27, 2025

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষায় বৈষম্য কমাতে চাই। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সামনে একনেক মিটিংয়ে ৬২ জেলার ১৫০টি উপজেলায় মিড ডে মিল চালুর জন্য অর্থ অনুমোদন করা হবে আশা করছি। অন্য দুটি জেলায় ইতোমধ্যে অন্য প্রকল্পের আওতায় চালু হয়ে গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শিক্ষার হালচাল ও আগামীর ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) ও মালালা ফান্ডের সহযোগিতায় গণসাক্ষরতা অভিযান এই সভার আয়োজন করে।

শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ভাবছি পরীক্ষার বোঝা কমানো দরকার। কিন্তু অভিভাবক ও শিক্ষকরা চান আরও পরীক্ষা চাপানো হোক।’

সিপিডির চেয়ারপার্সন অধ্যাপক রেহমান সোবহান সভাপতিত্বে এবং গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) রবিউল ইসলাম।

সভায় মূল আলোচনা উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক এবং প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা বিষয়ক কনসালটেশন কমিটির আহ্বায়ক ড. মনজুর আহমদ। সম্মানিত আলোচক ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী। ভবিষ্যতের শিক্ষাভাবনা ও নাগরিক সমাজের প্রত্যাশা তুলে ধরেন গণসাক্ষরতা অভিযানের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর