August 9, 2025, 2:26 am

তরুণদের দলকে স্বাগত জানালেন ইলিয়াস কাঞ্চন

Reporter Name 112 View
Update : Sunday, March 2, 2025

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি) স্বাগত জানিয়েছেন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার (১ মার্চ) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে জেনে আমি তাদের অভিনন্দন ও স্বাগত জানাই।

ইলিয়াস কাঞ্চন বলেন, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। শুক্রবার (ফেব্রুয়ারি ২৮) বিকেলে আত্মপ্রকাশ করে তরুণদের নতুন এ রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি- এনসিপি)।’

‘আমি বিশ্বাস করি, বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের হাতে নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশা অপরিসীম। আমি সবার মঙ্গল কামনা করছি এবং সেইসঙ্গে আশা করছি নতুন দলের কাছে, তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। তারা গতানুগতিক রাজনীতির বাইরে জনগণের কল্যাণে কাজ করবে।’

‘আমি আরও মনে করি, বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলো যেরকমভাবে কাজ করছে সেইভাবে কাজ করলেই শুধু হবে না। তাদের নতুন চিন্তা নতুন জাগরণের মাধ্যমে বিশেষ করে জুলাই বিপ্লব ও ৫ আগস্টের চেতনাকে ধারণ করে তারা দলকে পরিচালিত করবেন। যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা মানুষ দেখেছিল জুলাইয়ের বিপ্লবের পরে সেই আকাঙ্ক্ষা যেন তারা পূরণ করে জাতির জন্য এবং পূরণ করার জন্য যেন সর্বাত্মক চেষ্টা করে।’

ইলিয়াস কাঞ্চন নতুন দলের প্রতি আরও আহ্বান জানান, মানুষ সমালোচনা করবে সেই সমালোচনাগুলোকে সুন্দরভাবে গ্রহণ করবে এবং তার মধ্যে থেকে যদি দলের জন্য উপকারী কিছু থাকে সেটি অবশ্যই গ্রহণ করবে এবং এভাবেই আমি মনে করি যে আপনাদের নতুন দলের নতুন চিন্তা ভাবনা, নতুন কিছু আপনারা উপস্থাপন করবেন যা এ দেশের মানুষের জন্য, এই বিপ্লবের জন্য এবং এই বিপ্লবে, যারা আহত এবং নিহত হয়েছে তাদের কথা স্মরণ করে আপনারা আপনাদের দলকে পরিচালিত করবেন।

তিনি বলেন, আপনাদের শুভ কামনা করছি। আপনাদের দল অগ্রগতি লাভ করুক। শুধু ক্ষমতায় যেতে হবে তা নয়। ক্ষমতার বাইরে থেকেও কিন্তু অনেক কিছু করা যায় কাজেই দলের কাজ হলো মানুষের কথা চিন্তা করে মানুষ কি চায়? সে কথা চিন্তা করে আপনাদের দল পরিচালিত করবেন। আপনাদের ভালো হোক মঙ্গল হোক।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর