September 10, 2025, 10:47 pm

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের সভাপতি জাহিদ-সম্পাদক মাহাদীউজ্জামান

Reporter Name 277 View
Update : Tuesday, March 4, 2025

ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ২০২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী জাহিদ হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী মাহাদীউজ্জামান মাহমুদ।

মঙ্গলবার (৪ মার্চ ) ঢাকা কলেজের আবৃত্তি সংসদ কর্তৃক অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আকরামুজ্জামান আসিফ,যুগ্ন-সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, দপ্তর সম্পাদক পলাশ মিয়া , অর্থ সম্পাদক আঃ মতিন, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান মুবিন, প্রচার সম্পাদক সাইদুর রহমান নোমান এবং প্রকাশনা সম্পাদক মোঃ আকাদুল্লাহ।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হলেন- ওয়াদুদুর রহমান রাহুল, মাহমুদুল হাসান তানভীর, ইব্রাহিম খলিল এবং আমিনুল ইসলাম।

ঢাকা কলেজ আবৃতি সংসদের সভাপতি জাহিদ হোসেন হৃদয় বলেন, আবৃত্তি সংসদের সভাপতি নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত; যা ভাষায় ব্যক্ত করার মত নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের শিবির ট্যাগ দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করায় আমরা কার্যক্রম চালাতে পারিনি। আমাদের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যারের ছাত্রবান্ধব দৃষ্টিকোণ থেকে আবৃত্তি সংসদের কার্যক্রম নতুন করে চলছে।

তিনি আরও বলেন, শুদ্ধ ও প্রমিত উচ্চারণ শিখার জন্য আবৃত্তি সংসদের কোনো বিকল্প নেই। আমরা চেষ্টা করব কিভাবে প্রমিত বাংলায় শুদ্ধভাবে উচ্চারণ করা যায়। বিভিন্ন অঞ্চল থেকে আগত আঞ্চলিকতা পরিহার করে ভাইবা থেকে শুরু করে যেকোনো পরিস্থিতি যেন তারা কভার করতে পারে সেই চেষ্টা আমাদের থাকবে। প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থী যখন আবৃত্তির বেইজ তৈরি হবে তখন সে বুঝতে পারবে কেন আবৃতি প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা কর্মশালার আয়োজন করব। ঢাকা কলেজের প্রত্যেকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আবৃত্তির মাধ্যমে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করব।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর