August 25, 2025, 7:32 pm

ছিনতাইয়ে বাধা দেওয়ায় শ্বাসরোধে হত্যা করা হয় রেজাউলকে

Reporter Name 102 View
Update : Saturday, March 15, 2025

গাজীপুরের শ্রীপুরে গড়গড়িয়া মাস্টার এলাকায় থেকে গলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ছিনতাইয়ে বাধা দেওয়ায় শ্বাসরোধে হত্যার করা হয় রেজাউল ইসলামকে।

শনিবার (১৫ মার্চ) বেলা ১১টায় শ্রীপুর থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন, থানার পরিদর্শক (তদন্ত) শামীম ও পরিদর্শক (অপারেশন) নয়ন কর উপস্থিত ছিলেন।

গ্রেপ্তাররা হলেন, ‘নেত্রকোনা জেলার সদর থানার টেংগা গ্রামের জুলহাস (৩৪), শ্রীপুরের উজিলাব গ্রামের নুরুল ইসলাম (৫২) ও শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বকুলতলা এলাকার শাহাদত হোসেন শান্ত (২৫)। শুক্রবার (১৪ মার্চ) তাদের শ্রীপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা ভাসমান জনগোষ্ঠীর একটি অংশ।

নিহত রেজাউল করিম (৪০) নেত্রকোনা জেলার সদর থানার দুর্গাশ্রম গ্রামের ইসহাক মুন্সীর ছেলে। সে পরিবার নিয়ে শ্রীপুরের গিলারচালা গ্রামের নতুন বাজার এলাকায় রুহুল আমিন তালুকদারের বাড়িতে স্ত্রী হালিমা আক্তার ও ১২বছর বয়সী মেয়ে সুমাইয়া আক্তারকে নিয়ে ভাড়া থেকে বাঘেরবাজার এলাকায় এইচ. পি গার্মেন্টস্ নামের একটি কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন রেজাউল করিম। তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজে সন্ধান না পেলে শ্রীপুর থানা পুলিশের সহযোগিতা নেন স্বজনরা। গত ৯মার্চ বিকেলে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি ঢালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি গলে পচে যাওয়ায় পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। শ্রীপুর থানা পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেন। নিহতের ভাগিনা রিমন মরদেহের গায়ে থাকা শার্ট দেখে উদ্ধার হওয়া মরদেহটি তার মামা রেজাউল করিমের বলে শনাক্ত করেন। এরপরই শ্রীপুর থানার পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পণ্ডিত বলেন, ‘তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে জুলহাসকে শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে মোট চারজন অংশ নেয় বলে জানান এবং বাকী নাম-পরিচয় প্রকাশ করেন। পরে জুলহাসের দেওয়া তথ্য মতে নুরুল ইসলাম ও শান্তকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও একজন জড়িত আছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না বলে তিনি জানান।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ২৭মার্চ রাতে বাড়ি থেকে বের হওয়ার পর গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় যান রেজাউল করিম। সেখান থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবাড়ি ঢালে মহাসড়কের পাশে নির্জন জায়গায় শান্ত, নুরুল, জুলহাসসহ অজ্ঞাত একজন তার গতিরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় রেজাউল বাধা দিলে তাকে পাশে নিয়ে গলায় গামছা পেচিয়ে হত্যার করে মরদেহ ফেলে চলে যায়। এর ১০দিন পর স্থানীয়রা গলিত মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘গ্রেপ্তারদের শনিবার আদালতে উপস্থাপন করা হয়েছে। বাকী আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর