August 2, 2025, 4:26 am

গভীর রাতে অগ্নিকাণ্ড

অল্পের জন্য রক্ষা পেল নরসিংদীর বাবুরহাট
Reporter Name 129 View
Update : Sunday, March 23, 2025

দেশের বৃহত্তম দেশীয় কাপড়ের পাইকারী বাজার নরসিংদী বাবুরহাটে হাট। এ হাটে শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পায় বাবুরহাটের শত শত দোকান পাট। বিষয়টি নিশ্চিত করেন মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. রায়হান।

স্থানীরা ব্যবসায়ীরা জানান, শেখেরচর বাজার বাবুরহাটে ৫ম তলা বিশিষ্ট হাজী আব্দুল কাদের ম্যানশনের ভবনের দ্বিতীয় তলায় আমির হোসেনের মালিকানাধীন অভি থ্রি-পিস ও কাপড়ের গোডাউনে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাধবদী বাজার ফায়ার স্টেশন ও নরসিংদী ফায়ার স্টেশনের সদস্যরা আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন। এতে গোডাউনে থাকা থ্রি-পিসসহ অন্যান্য কাপড় পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেখেরচর বাজার বাবুরহাটের বাসিন্দা ও ব্যবসায়ী মোহাম্মদ আল-আমিন রহমান বলেন, বাজারটি অল্পের জন্য রক্ষা করেছে মহান আল্লাহ তাহালা। এ বাজারে আগুন লাগা মানে শত শত ব্যবসায়ী নিঃস্ব হয়ে যাওয়া। আমরা ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসের সদস্যদের তাদের প্রচেষ্টায় দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

মাধবদী বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. রায়হান বলেন, শেখেরচর বাজার বাবুরহাটে হাজী আব্দুল কাদের ম্যানশনে কাপড়ের গোডাউনে এ আগুন লাগার খবর রাত সোয়া ২টায় পাই। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আমরা প্রথমে আগুনের লেলিহানকে ঘিরে ফেলি যেন অন্য দোকানে ছড়িয়ে না যায়। প্রায় দেড় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির পাশ ঘেঁষে বহু দোকান ছিল। তাদের কোনো ক্ষতি হয়নি। তবে পুড়ে যাওয়া গোডাউনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর