August 2, 2025, 12:31 pm

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার

Reporter Name 75 View
Update : Tuesday, April 8, 2025

বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর