August 21, 2025, 3:58 am

লালপুর থানা থেকে আসামি ছিনিয়ে নিল ছাত্রদল নেতাকর্মীরা

Reporter Name 125 View
Update : Tuesday, April 8, 2025

নাটোরের লালপুর থানায় গ্রেফতার হওয়া ছাত্রদল নেতা মোহাম্মদ রুবেল উদ্দিনকে জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে থানা ছিনিয়ে নেয়া হয়।

মোহাম্মদ রুবেল উদ্দিন নাটোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের অনুসারী হিসেবে পরিচিত।

জানা গেছে, বিকেল ৪টার দিকে লালপুর থানার গৌরীপুর এলাকা থেকে নাটোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রুবেল উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রায়হান কবির সুইটের নেতৃত্বে ২৫-৩০ জন ছাত্রদল কর্মী থানায় উপস্থিত হয়ে রুবেলকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। থানা কর্তৃপক্ষ অসম্মতি জানালে হট্টগোল শুরু করে একপর্যায়ে জোর করে ছিনিয়ে নিয়ে যায় তারা।

রুবেল ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষণের ঘটনার আসামি ছিলেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর