December 15, 2025, 4:21 pm

বাংলাদেশে ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ

Reporter Name 208 View
Update : Wednesday, April 9, 2025

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাতনামা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হানডা (ঢাকা) টেক্সটাইল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

চীনা প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ বিশ্বব্যাপী উন্নতমানের নিট কাপড়, রঙ প্রক্রিয়াজাতকরণ এবং পোশাক উৎপাদনে বিশেষজ্ঞ।

তারা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের আওতায় বস্ত্র ও রঙ প্রক্রিয়াজাতকরণ খাতে ১০০ মিলিয়ন ডলার এবং রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আওতায় পোশাক শিল্পে ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

উল্লেখ্য, ৭ এপ্রিল চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু হয় বাংলাদেশে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরানো ধারণা ভাঙতেই এ বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছে ৪০ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী। সম্মেলনের প্রথমদিন অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন। যাতে দীর্ঘমেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যুর কথা তুলে ধরা হয়।

তাছাড়া প্রথম দুইদিন বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন। ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল এবং ৮ এপ্রিল নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর