যশোরে কমিউটার ট্রেন লাইনচ্যুত

যশোর বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিং এলাকায় ট্রেনটির শেষ বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় ক্রসিংয়ে শেষের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।
যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় লাইনচ্যুত বগিটি প্রথম ট্রাকে ঠেলে সরিয়ে নেয়া হয়। এরপর বিকল্প ট্র্যাক সচল হলে সকাল ১১টা ৪০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর