July 31, 2025, 5:15 am

দুবাইয়ে ৫০ লাখ টাকা লটারি জিতলেন দুই বাংলাদেশি

Reporter Name 78 View
Update : Saturday, April 26, 2025

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজিত বিগ টিকিট লটারিতে সৌভাগ্যবশত একসঙ্গে ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতে নিয়েছেন দুই বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৯ লাখ ৬০ হাজার টাকা।
গালফ নিউজ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিজয়ী দুইজনই আরব আমিরাতে বসবাস করেন না। তারা হলেন- ৩৮ বছর বয়সী মিনহাজ চৌধুরী ও রবিউল হাসান। মিনহাজ গত ১৫ বছর ধরে ওমানে গাড়িচালকের কাজ করছেন, আর রবিউল কাতারে গাড়িচালক হিসেবে কাজ করছেন গত আট বছর ধরে। অনলাইনের মাধ্যমে বিগ টিকিট লটারির টিকিট কিনেছিলেন তারা।

গত ২৫ এপ্রিল শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত হয় লটারির ড্র। সেখানেই তাদের টিকিটটি বিজয়ী হিসেবে ঘোষিত হয়।

লটারি জয়ের খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিনহাজ। তিনি গালফ নিউজকে বলেন, প্রথমে আয়োজকদের ফোন পেয়ে বিশ্বাস করিনি। পরে ইমেইল চেক করে নিশ্চিত হই যে সত্যিই দেড় লাখ দিরহাম জিতেছি। জীবনে এই প্রথম এত বড় কিছু জিতলাম। কখনো ভাবিনি, এটা আমার সঙ্গেও ঘটতে পারে।

রবিউল হাসান জানান, তিন বছর আগে ফেসবুকে বিগ টিকিট সম্পর্কে জানতে পারেন। এরপর থেকে নিয়মিত টিকিট কিনতেন। তিনি বলেন, শেষ পর্যন্ত ভাগ্য আমার সহায় হলো। এটা জীবনের একটি বড় প্রাপ্তি।

প্রবাসে কঠোর পরিশ্রম করে চলা দুই বাংলাদেশির জন্য এই লটারি জয় যেন এক স্বপ্নপূরণ। এই অর্জন তাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে বলেই আশা করছেন তারা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর