August 4, 2025, 12:12 pm

প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে কারাবন্দী মডেল মেঘনা আলমের জামিন

Reporter Name 150 View
Update : Monday, April 28, 2025

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত মডেল মেঘনা আলমকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মেঘনার পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন এবং ব্যারিস্টার সাদমান সাকিব। শুনানি শেষে, নারী বিবেচনায় আদালত তাকে জামিন প্রদান করেন।

এর আগে, ১৭ এপ্রিল, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত মেঘনাকে গ্রেফতার দেখান।

মামলার অভিযোগে বলা হয়েছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ কিছু অজ্ঞাত ব্যক্তির সঙ্গে মিলে একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র পরিচালনা করতেন। তারা সুন্দরী নারীদের দিয়ে বিভিন্ন বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে, তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। দেওয়ান সমির কাওয়াই গ্রুপের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ফার্মের মালিক বলে জানা গেছে।

এছাড়া, ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয় এবং তার পরবর্তী সময়ে ১২ এপ্রিল ভাটারা থানার প্রতারণা মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। ১৭ এপ্রিল তাকে ধানমণ্ডি থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড প্রদান করা হয়, এবং ২২ এপ্রিল আরো ৪ দিনের রিমান্ড দেওয়া হয়।

শেষে, ২৭ এপ্রিল মেঘনাকে কারাগারে পাঠানো হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর