August 21, 2025, 1:28 am

আ.লীগের ফ্রেশ লোকজন বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী

Reporter Name 175 View
Update : Thursday, May 8, 2025

যারা আগে আওয়ামী লীগ করতেন কিন্তু দলটির দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন; এলাকায় সম্মানিত ও ফ্রেশ ছিলেন তারা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘আগামী ১৫মে থেকে ১৫ জুলাই বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। বিএনপির লক্ষ্য, এক কোটির বেশি নতুন কর্মী দলের সঙ্গে যুক্ত করা।

‘স্বৈরাচার আমলে’ অনেকেই বিএনপির সদস্য হতে চেয়েও পারেননি মন্তব্য করে তিনি বলেন, ‘এখন সেই ভীতিকর পরিস্থিতি না থাকায় অনেকেই সদস্য সংগ্রহ অভিযানে সাড়া দেবে।

রিজভী বলেন, ‘আমরা চাচ্ছি, সমাজের যারা ফ্রেশ মানুষ, একদম ভদ্র মানুষ, যারা হয়ত অবসরে গেছেন, তিনি অন্তরে লালন করেন। তিনি একজন শিক্ষক হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, একজন এনজিও কর্মকর্তা হতে পারেন, একজন কৃষক ও শ্রমিক হতে পারেন। এ ক্ষেত্রে আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কি না।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সমাজের সর্বক্ষেত্রের মানুষ, যারা বিএনপিকে পছন্দ করেন, যারা বিএনপিমনা, যারা জাতীয়তাবাদী চিন্তা-চেতনা লালন করেন তারা আগ্রহী হয়ে এই দলের সদস্য হবেন- এটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। কারণ এখন শেখ হাসিনার সেই ভয়ঙ্কর দুঃশাসনের ছোবল নেই। সেক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন।’

সব বিভাগীয় শহরে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, কোষাধ্যক্ষ রাশিদুজাম্মান মিল্লাত প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর