September 10, 2025, 7:45 am

সৌদি যুবরাজকে ট্রাম্প ‘মোহাম্মদ, তুমি রাতে কীভাবে ঘুমাও?’

Reporter Name 150 View
Update : Wednesday, May 14, 2025

সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার ( ১৩ মে) মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তৃতা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূয়সী প্রশংসা করেন।

তিনি যুবরাজকে এক ব্যতিক্রমী প্রশ্ন করেন। সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসককে জিজ্ঞাসা করেন, তিনি রাতে ঘুমান কিনা। আর ঘুমালেও কীভাবে ঘুমাতে পারো তুমি?

ট্রাম্পের পুরো বক্তব্য জুড়ে এমন উচ্ছ্বসিত প্রশংসা এবং রসিকতায় ক্রাউন প্রিন্স ট্রাম্পের হাসতে বিন সালমান হেসে ফেলেন এবং দর্শকেরা দাঁড়িয়ে অভিবাদন তাকে জানান।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়,রিয়াদের বিশ্ব ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে ট্রাম্প সমালোচনা মোকাবিলা করে দেশকে শক্তিশালী ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করার জন্য সৌদি যুবরাজের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘মোহাম্মদ, তুমি কি রাতে আদৌ ঘুমাও? কীভাবে ঘুমাতে পারো তুমি?’

ট্রাম্প আরও বলেন, ‘কী দারুণ কাজ তোমার!’ এ সময় তিনি সৌদি যুবরাজকে ইঙ্গিত করে বলেন, ‘তিনি আমাদের অনেকের মতোই পাশ ফেরেন, সারা রাত এপাশ-ওপাশ করেন এই ভেবে যে, আমি কীভাবে আরও ভালো করতে পারি। যারা রাতে এপাশ-ওপাশ করেন না, তারা কখনোই আপনাকে প্রতিশ্রুত ভূমিতে নিয়ে যেতে পারবে না।’

এমবিএস নামেও পরিচিত এই যুবরাজের নেতৃত্বে সৌদি আরবের পরিবর্তনে নিজের মুগ্ধতা প্রকাশ করে ৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সমালোচকেরা ভেবেছিল এটা (সৌদির উত্থান) সম্ভব নয়, কিন্তু আপনারা তা করেছেন। কিন্তু গত ৮ বছরে সৌদি আরব সমালোচকদের ভুল প্রমাণিত করেছে…আমি তাকে খুব পছন্দ করি। আমি তাকে অনেক বেশি পছন্দ করি।’

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ বজায় রাখার প্রতিশ্রুতি জানিয়ে ট্রাম্প ঘোষণা করেন, তিনি এমবিএস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অনুরোধে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। তিনি বলেন, ‘আহ, যুবরাজের জন্য আমি কত কিছুই না করি!’
ট্রাম্প তার বক্তৃতায় সৌদি আরবকে ‘বিশ্বের কেন্দ্র’ হিসেবে আখ্যা দেন।

তবে এসময় তিনি তিনি সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি ও ২০১৮ সালে দূতাবাসে গুপ্তহত্যার শিকার ওয়াশিংটন পোস্ট এবং আল-আরব নিউজের সাধারণ ব্যবস্থাপক এবং মুখ্য সম্পাদক সাংবাদিক জামাল খাশোগির বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।

এই সম্মেলনে ট্রাম্প ১৪২ বিলিয়ন ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, অবকাঠামো ও জ্বালানিসহ ৬০০ বিলিয়ন ডলারের একটি সৌদি বিনিয়োগ প্যাকেজের কথা তুলে ধরেন। যুবরাজের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক মার্কিন আইনপ্রণেতা, মানবাধিকার গোষ্ঠী এবং পররাষ্ট্রনীতি বিশ্লেষকদের সমালোচনার জন্ম দিয়েছে। তারা মনে করেন, এটি মানবাধিকারের চেয়ে অর্থনৈতিক স্বার্থকে বেশি প্রাধান্য দেয়। সূত্র: এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্ট


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর