August 1, 2025, 10:14 am

“সড়ক দুর্ঘটনায় আহত মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি আল-আমিন সরকার”

Reporter Name 89 View
Update : Monday, May 19, 2025

নরসিংদীতে মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ আল-আমিন সরকার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি শনিবার (১৭ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় দুর্ঘটনার শিকার হন। এতে তিনি গুরুতর আহত হলে পথচারীরা মাধবদী প্রাইম হাসপাতাল নিয়ে যায়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত ও মাধবদীর বিরামপুরে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

আজ সোমবার বিকালে আহত আল-আমিন সরকার বলেন, ঘটনার দিন পাঁচদোনা থেকে তার ইয়ামাহা-Rx মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের চৈতাব এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে বেপরোয়া একটি মোটরসাইকেল চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মহাসড়কের বামদিকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি বলেন, সবার দোয়া ও ভালোবাসায় আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর দয়ায় আজ অনেকটাই সুস্থ। এই দুঃসময়ে যারা হাসপাতাল, বাসায় ছুটে এসেছেন, আমার খোঁজখবর নিয়েছেন অনেকে। সবার প্রতি আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ।
ভালো থাকার জন্য মানুষের ভালোবাসা ও আন্তরিকতা কতোটা প্রয়োজন, তা আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি। মহান আল্লাহ সকল শুভাকাঙ্খীদের ভালো রাখুক। তিনি পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

আল-আমিন সরকারের বড় ভাই নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেছেন, মহাসড়কে ঘাতক বেপরোয়া মোটরসাইকেল চালককে খুঁজে বের করার জন্য কার্যক্রম চলছে। এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার সভাপতি ও মাধবদী থানা প্রেস ক্লাবরে সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ম কানুন ও নিষেধাজ্ঞা কেউ মানছে না। একটু দাঁড়ালে দেখা যায় বেপরোয়া মোটরসাইকেলের চালকরা পাল্লা দিয়ে ছুটছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আর অত্যন্ত দুঃখের বিষয় হলো ট্রাফিক আইন গুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বেপরোয়া চালকরা।

তিনি আরো বলেন, মহাসড়ক একটি গুরুত্বপূর্ণ সড়ক, এসড়কে যে বিশৃঙ্খলা করবে, বেপরোয়া গতিতে চলবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ এখন ঢিলেঢালা। এছাড়া দুর্ঘটনাস্থলে কার অপরাধ তা সনাক্ত করার জন্য ট্রাফিক বিভাগকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর