July 30, 2025, 4:50 pm

“নরসিংদীর মাধবদীতে এনসিপির গণসংযোগ”

Reporter Name 130 View
Update : Tuesday, May 20, 2025

নরসিংদীর মাধবদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র গণসংযোগ করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ গণসংযোগে অংশনে নেতাকর্মীরা।

এসময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক, নরসিংদী জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শিরিন আক্তার শেলি দলটির পক্ষে প্রচারণা পত্র সাধারণ মানুষদের হাতে তুলে দেন।

মাধবদীর সোনার বাংলা ও স্কুল সুপার মার্কেটে সহ বিভিন্ন স্থানে ক্রেতা-বিক্রেতা ও পথচারী মানুষের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। বাজারের জনগণও নতুন রাজনৈতিক দল ও রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আশাবাদ ব্যাক্ত করেন এড. শিরিন আক্তার শেলি।

এ গণসংযোগে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সংগঠক ওমর ফারুক খান, সদর সংগঠক আবির মৃধা, মাধবদী মহা বিদ্যালয়ের সহ. অধ্যাপক বিলকিস সরকার পুতুল, কবির হোসেন, ইয়াকুব আলীসহ আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল, ছাত্র নেতা তারেক খন্দকার, এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ।

গণসংযোগকালে এড. শিরিন আক্তার শেলি বলেন, বিপ্লবের পর আমরা বাসায় চলে গিয়েছিলাম; এই সুযোগে নতুন একদল স্বৈরাচার বের হয়েছে।

যারা জবর-দখল, জুড়-জবরদস্তি, চাদাবাজি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

তাই বাধ্য হয়ে ছাত্ররা নব্য ফ্যাসিবাদের কবল হতে দেশের মানুষকে মুক্তির লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের তত্ত্বাবধানে নতুন রাজনৈতিক দলের উত্থান হয়েছে। আমরা সেই দলের পক্ষে কাজ করে গণমানুষের মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যেতে চাই এবং জনগণের সহায়তা পেলে তাদের সেবা করতে চাই।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর