July 30, 2025, 4:36 pm

পরকীয়ার জেরে ২২ দিনের শিশুকে হত্যা, মাসহ গ্রেফতার ৪

Reporter Name 168 View
Update : Friday, May 30, 2025

কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে ২২ দিনের শিশু সন্তানকে হত্যার অভিযোগে মা মিতা খাতুনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে স্থানীয় জিকে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, ৯ মাস আগে উপজেলার খলিসাকুন্ডি এলাকার রাজুর সঙ্গে বিয়ে হয় মিরপুর উপজেলার চিথলিয়া এলাকার মিতা খাতুনের। বিয়ের পর মিতা খাতুন তার চাচাতো ভাইয়ের সঙ্গে পরকীয়ার সর্ম্পকে জড়ায়। কয়েকদিন আগে মিতা একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তানের পরিচয় নিয়ে মিতা ও স্বামী রাজুর মধ্যে কথাকাটি হলে সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন মিতা। একপর্যায়ে সন্তানের পরিচয় নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গেও কথা কাটাকাটি হয় মিতার। পরে মিতা খাতুন পরকীয়া প্রেমিক শেরেবুল ও তার বাবা পিতা ও ভাবির সহযোগিতায় গত ২৫ মে শিশু জান্নাতিকে হত্যা করে পার্শ্ববর্তী জিকে খালে ফেলে দেয়।

এদিকে, বিষয়টি ভিন্নখাতে নিতে তারই স্বামী রাজুর বিরুদ্ধে থানায় একটি মানবপাচার মামলা করেন। ঘটনার সত্য অনুসন্ধানে মাঠে নামে পুলিশ। শিশুটির মা মিতা খাতুনকে এ নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে মিতা খাতুন স্বীকার করেন কীভাবে এবং কেন তার ২২ দিন বয়সী সন্তানকে হত্যা করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে জিকে খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিতা খাতুন, পরকীয়া প্রেমিক শেরেবুল, শেরেবুলের বাবা সাইদুল এবং মিতার ভাবি চাঁদনী খাতুনকে গ্রেফতার করে পুলিশ।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পরকীয়ার জেরে গ্রেফতারকৃতরা পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করেন। আসামিদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর