November 14, 2025, 1:02 am

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ডিএনসিসির কন্ট্রোলরুম

Reporter Name 284 View
Update : Friday, May 30, 2025

রাজধানীতে আকস্মিক অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরবাসীর ভোগান্তি কমাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৯ মে) ডিএনসিসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে নাগরিকদের ১৬১০৬ নম্বর হটলাইন অথবা কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৭৩৩৯৮২৪৮৬-এ ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা উত্তরের যেকোনও অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জলাবদ্ধতা মোকাবিলায় সংস্থার পূর্ব প্রস্তুতির কারণে ইতোমধ্যে অনেক এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও জানানো হয় এতে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর