August 1, 2025, 2:30 pm

২-১ গোলে আবারও সিঙ্গাপুরের কাছে হারলো বাংলাদেশ

Reporter Name 119 View
Update : Wednesday, June 11, 2025

দীর্ঘদিন পর ঢাকায় ফিরে যেন ১০ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলো সিঙ্গাপুর। ২০১৫ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রীতি ম্যাচে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছিল তারা। এবারও সেই একই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লো পূর্ব এশিয়ার দেশটি। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এই জয়ের মাধ্যমে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিঙ্গাপুর। দ্বিতীয়ার্ধে ব্যবধান ২-০ করলে খানিকটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তবে ৬৮ মিনিটে রাকিব হোসেনের গোলে ব্যবধান কমায় লাল-সবুজের দল। এরপর আক্রমণাত্মক খেলেও সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।

হারলো স্বপ্ন, স্তব্ধ হলো গ্যালারি
বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার লক্ষ্য ছিল ঘরের মাঠে তিনটি ম্যাচ জিতে এশিয়ান কাপে জায়গা করে নেওয়া। শিলংয়ে ভারতের বিপক্ষে ড্রয়ের পর সেই স্বপ্ন উঁকি দিলেও সিঙ্গাপুরের বিপক্ষে হারে তা বড় ধাক্কা খেয়েছে।

ম্যাচ ঘিরে ঢাকা জাতীয় স্টেডিয়ামে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। কিন্তু শেষ হাসি হাসলো সফরকারীরা।

ম্যাচের সংক্ষিপ্ত চিত্র:
৯ মিনিট: সিঙ্গাপুরের প্রথম সুযোগ, উইয়ং সং-এর শট লক্ষ্যভ্রষ্ট।

১৬ মিনিট: রাকিবের সহজ সুযোগ নষ্ট।

৩০ মিনিট: গোলরক্ষক মিতুলের অসাধারণ সেভ।

৪৫ মিনিট: থ্রো থেকে গোল করে সংইয়ং, ১-০ এগিয়ে যায় সিঙ্গাপুর।

৫৮ মিনিট: ফান্দির শটে ব্যবধান বাড়ায় অতিথিরা, ২-০।

৬৮ মিনিট: হামজার পাস থেকে রাকিব হোসেনের গোলে ২-১ করে বাংলাদেশ।

ফিরে আসার চেষ্টা, কিন্তু ভাগ্য সহায় হয়নি:
২-০ গোলে পিছিয়ে পড়ার পর আক্রমণভাগে পরিবর্তন এনে গতি বাড়ায় বাংলাদেশ। গোল আসে, বারবার রক্ষণে চাপে পড়ে সিঙ্গাপুর। তবে শেষ মুহূর্তে ইমনের হেড ক্রসবারে লেগে ফিরে এলে হতাশা আরও বাড়ে।

ড্র করলেও টিকে থাকতো বাংলাদেশের সম্ভাবনা। তবে এই হারে এখন গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। হংকংয়ের কাছে ভারতের হার আরও জটিল করে তুলেছে পরিস্থিতি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর