এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় বেঁচে গেছেন এক যাত্রী
বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই যাত্রী - ছবি
এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় বেঁচে গেছেন এক যাত্রী

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ বিধ্বস্ত হওয়ার পর ২৪২ আরোহীর মধ্যে একজন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। আহমেদাবাদ পুলিশের কমিশনার জি.এ. মালিক এএনআইকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উদ্ধারকৃত ওই যাত্রী বিমানের ১১-এ নম্বর আসনে ছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা গুরুতর নয়।
এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনার পর ওই যাত্রীকে নিজের পায়ে হাঁটতে দেখা যায়। তার পরনে থাকা সাদা টি-শার্ট ও গাঢ় রঙের প্যান্টে সামান্য পোড়ার দাগ ছিল, তবে তিনি প্রায় অক্ষত ছিলেন।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি আহমেদাবাদ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। বিমানে মোট ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন।
সূত্র: এনডিটিভি
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর