October 17, 2025, 2:10 am

সচিবালয়ের সামনে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের বিক্ষোভ, পুলিশের বাধা

Reporter Name 21 View
Update : Monday, October 13, 2025

রাজধানীতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছেন ‘আমরা জুলাই যোদ্ধা’ নামের একটি সংগঠন। এ সময় তারা বারবার সচিবালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হয়।

জানা যায়, জুলাইযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, অবিলম্বে সনদ বাস্তবায়ন ও গণহত্যাকারীদের বিচারসহ বিভিন্ন দাবিতে তারা বিক্ষোভ করছেন।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাব-সংলগ্ন সড়কের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন তারা।

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম ইমন বলেন, ‘সরকারকে বারবার সময় দিলেও আমাদের দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাজপথে নেমে এসেছি।’

তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের কর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। এখন পর্যন্ত আমাদেরকে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়নি। বরং নানাভাবে জুলাইকে হেয় করার প্রবণতা দেখা যায়। আমরা আমাদের দাবি উল্লেখ করে স্মারকলিপি দিয়েছি। তবে দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর