August 4, 2025, 5:33 am

বিয়ের পরই নতুন খবর জানালেন কনা

Reporter Name 156 View
Update : Friday, September 20, 2019

বিনোদন ডেস্ক | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯ :
বিয়েটা মাস চারেক আগে হয়ে গেলেও গেল আগস্টের মাঝামাঝি হঠাৎই গণমাধ্যমে বিয়ের খবর ফাঁস করেন কণ্ঠশিল্প দিলশাদ নাহার কনা। বরের নাম গোলাম মো. ইফতেখার। বন্ধু মহলে তিনি গহীন নামেই অপরিচিত। ৭ বছর প্রেম করার পর তারা জীবনসঙ্গী হিসেবে পথ চলা শুরু করলেন।

বিয়ের পরই গান-বাজনা নিয়ে আবারও ব্যস্ত হয়ে উঠা কনা ভক্তদের জন্য জানালেন নতুন খবর।

কনা জানান, তিনটি নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের কালজয়ী গান ‘হায় রে পোড়া বাঁশি’ গানে।

কনা বলেন, ‘নতুন তিনটি গানের কাজ করছি। এর মধ্যে নাজির মাহমুদের ‘ব্যস্ত সময়’, মিলন মাহমুদের কথা ও সুরে একটি ফোকগান করেছি। এর শিরোনাম ‘ভুল মানুষ’। আর একটি গানের কথা এই মুহূর্তে মনে নেই।’

দুটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হচ্ছে। খুব শিগগিরই গানগুলোর ভিডিও তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

কনা জানান, ‘হায় রে পোড়া বাঁশি’ গানটি নতুন করে সংগীত করেছেন হানিফ আহমেদ। এই গানটিও মিউজিক ভিডিও আকারে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত রয়েছেন কনা। আজ শুক্রবার রাজধানীর গুলশানে মঞ্চ মাতাবেন কনা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর