নরসিংদীর মাধবদীতে সবুজ পরিবেশ আন্দোলনের বৃক্ষ বিতরণ ও পরিচিতি সভা
 
						আব্দুল কুদ্দুস | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯ :
নরসিংদীতে সবুজ পরিবেশ আন্দোলনের মাধবদী থানা শাখা নব-গঠিত কমিটির উদ্যোগে শিক্ষার্থীসহ জনসাধারণদের মাঝে দুই হাজার বৃক্ষ বিতরণ ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মাধবদী এ.পি (সতী প্রসন্ন) ইনস্টিটিউশন এর অডিটিরিয়ামে পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সংগঠনের মাধবদী থানা শাখার সভাপতি এ্যাডভোকেট ফাতেমা বেগম রিনার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু দাউদ মিয়া। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা কমিটির সভাপতি প্রফেসর ডক্টর শেখ আবুল হোসেন হানিফ।
আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোনের কমিশনার, মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, সবুজ পরিবেশ আন্দোলন নরসিংদী জেলা কমিটির সহ-সভাপতি হাজী ছবির মিয়া ও মনোরঞ্জন ধর মনা, জেলা কমিটির সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা হারিছ,যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম সহ বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীরা।
এ কর্মসূচিতে


 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										