July 30, 2025, 7:41 pm

প্রথম ‘মিসেস বাংলাদেশ’ হলেন অবনী

Reporter Name 185 View
Update : Sunday, September 22, 2019

বিনোদন ডেস্ক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯ :
বাংলাদেশে বিবাহিত নারীদের প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মিসেস বাংলাদেশ ২০১৯’। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মিসেস মুনজারিন মাহবুব অবনী। প্রথম রানারআপ হয়েছেন রাবেয়া সুলতানা এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন রাবেয়া সুলতানা।

রোববার দিবাগত রাত একটায় এ ফলাফল ঘোষণা করা হয়। শনিবার সন্ধ্যা সাতটায় রাজধানীর গুলশান ক্লাবে ‘মিসেস বাংলাদেশ’র গ্র্যান্ড ফিনালে শুরু হয়। সেখানে দেশের জনপ্রিয় তারকারা নাচ ও গানে দর্শকদের মাতিয়ে রাখেন।

সারাদেশ থেকে দুই সহস্রাধিক বিবাহিত প্রতিযোগীর অংশগ্রহনে শুরু হয় এই অনুষ্ঠান। প্রাথমিক নির্বাচন ও পর্যায়ক্রমে বিভিন্ন রাউন্ডের অডিশন, গ্রুমিং এবং মোটিভেশনাল সেশনের মাধ্যমে নির্বাচন করা হয় টপটেন। আর এ দশ প্রতিযোগীকে নিয়েই অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।

‘বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯’ শিরোনামের এ প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আব্দুল লতিফ বলেন, “বাংলাদেশে মেধাবী ও বিবাহিত নারীদের নিয়ে উল্লেখযোগ্য তেমন কিছু হয়নি। সেই তাগিদেই এমন একটা আয়োজন করা। নারী শক্তি ও নারী জাগরণকে একধাপ এগিয়ে দেয়ার লক্ষ্যেই এ আয়োজন।”

এতে বিচারক হিসেবে ছিলেন অভিনেতা ও পরিচালক শহীদুল আলম সাচ্চু, কণ্ঠশিল্পী মেহরিন মাহমুদ, সামিনা সারা, মারিয়া মৃত্তিক, ড. তৌহিদা রহমান ইরিন, বিউটি এক্সপার্ট সালেহা সারওয়ার, আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা ও ইউথ বাংলার সভাপতি মোনা চৌধুরী।

উল্লেখ্য, ‘মিসেস বাংলাদেশ’ চ্যাম্পিয়ন মুনজারিন মাহবুব অবনি আসছে নভেম্বরে লাস ভেগাসে অনুষ্ঠিতব্য মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর