August 9, 2025, 11:39 pm

অপেক্ষায় থাকি কখন কর্মসূচির ঘোষণা আসবে: সিলেটীয় নেতারা

Reporter Name 153 View
Update : Tuesday, September 24, 2019

সিলেট | মঙ্গলবার,২৪ সেপ্টেম্বর ২০১৯:
কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশাল সমাবেশ করলো সিলেট বিএনপি। নানা বাধা উপেক্ষা করে সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছিল। শুধু এসব সমাবেশ নয়, আর কঠোর কর্মসূচির ঘোষণা চান স্থানীয় নেতারা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠে এই সিলেট বিভাগীয় সমাবেশে নেতারা এসব কথা বলেন।

শীর্ষ নেতাদের উদ্দেশ্যে স্থানীয় নেতারা বলেন, ‘আমাদের নেত্রী কারাগারে, আমরা ভালো নেই। ঘরে ঘুমাতে পারি না। এই সরকারের অত্যাচার নির্যাতন এখন শরীরে সহ্য হয়ে গেছে। এখন মনে আর ভয় কাজ করে না। অতএব আর অপেক্ষা করবেন না কর্মসূচি দিন। নেত্রীকে মুক্ত করুন। দেশকে রক্ষা করুন।’

কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম বলেন, ‘রাতে তিন বার সমাবেশের মঞ্চ প্রস্তুত হয়েছে, তিন বার এই সরকারের পুলিশ এসে ভেঙে দিয়েছে। আজকে মঞ্চ ছোট হবে না বড় হবে এটারো অনুমতি লাগে। এভাবে চলতে পারে না, সিনিয়র নেতাদের বলবো আপনারা কর্মসূচি দেন আমরা রাজপথে ছিলাম, আছি থাকবো।’

সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, ‘গত রাতে ১৭ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। আরো হয়তো গ্রেফতার হবে। কিন্তু এর শেষ কোথায় কর্মসূচি কবে দেওয়া হবে? আমাদের নেতাকর্মীদের কে মুক্ত করবে।’

হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গাউস বলেন, ‘আমরা কেন্দ্রীয় নেতাদের দিকে চেয়ে থাকি, আন্দোলনের কর্মসূচি আসে না। তাই আপনাদের বলতে চাই, বক্তব্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। কুকুরের জন্য মুগুর প্রয়োজন। অতীতে হবিগঞ্জ জেলা আমাদের দখলে ছিল, কথা দিচ্ছি কর্মসূচি দিন এবারও রাখবো।’


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর