সৌদি যুবরাজের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বৃহস্পতিবার ,২৬ সেপ্টেম্বর ২০১৯:
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইরাকি প্রধনমন্ত্রী আদেল আবদেল মাহদি। সৌদির তেল স্থাপনায় গত সপ্তাহে ড্রোন হামলার প্রেক্ষাপটে এ বৈঠক আয়োজন করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সৌদি গণমাধ্যমে এক কর্মকর্তার বরাতে বলা হয়, আঞ্চলিক ঘটনাবলি নিয়ে বৈঠকে তারা আলোচনা করেন। সৌদি আরবের স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর বৈঠকে জোর দেয়া হয়।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সৌদির তেল স্থাপনায় হামলার ঘটনায় সৌদির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। বিশ্ববাজারে তেলের দামও আকাশছোঁয়া হয়ে গিয়েছিল।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওই হামলার দায় স্বীকার করলেও সৌদি ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানই ওই হামলা চালিয়েছে। তারা এটিকে যুদ্ধের শামিল বলে আখ্যায়িত করেছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর