August 9, 2025, 2:14 pm

কলকাতায় শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের কুশপুত্তলিকা দাহ

Reporter Name 202 View
Update : Tuesday, August 7, 2018

নিউজ ডেস্ক,মঙ্গলবার, ৭ আগস্ট ২০১৮:

বেপরোয়া বাসের চাপায় সহপাঠীর মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরাদের সড়ক নিরাপত্তার দাবিতে সমর্থন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষার্থীরা।

আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে সেখানকার শিক্ষার্থীরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্ররা এবং অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (ডিএসও)’র ব্যানারে দু’টি বিশাল মিছিল বের হয়।

মিছিল দুটি বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে পুলিশ দু’টি মিছিলকে আটকে দিলে সেখানেই ছাত্ররা বিক্ষোভ দেখিযেছেন। বাংলাদেশের আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশ প্রশাসন, বাংলাদেশের শাসক দল ও তার ছাত্র সংগঠনের সদস্যরা যেভাবে আক্রমণ চালিয়েছে তারও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কলকাতার ছাত্রসমাজ আয়োজিত বিক্ষোভে ছাত্রলীগের কুশপুত্তলিকাও পোড়ানো হয়েছে। ‘চলুক লাঠি, গুলি, টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ’-স্লোগানে রাজপথ মুখর করে তুলেছিল শিক্ষার্থীদের।

ছাত্ররা জানান, আমাদের এই দাবি শুধু আন্দোলনের প্রতি সংহতিই নয়, আমরা সেখানকার পরিস্থিতির পরিবর্তন না হলে এপার বাংলায় আরও বৃহত্তর আন্দোলনে পা বাড়াব।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর