December 1, 2025, 9:00 pm

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন আজ

Reporter Name 169 View
Update : Friday, September 27, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার.২৭ সেপ্টেম্বর ২০১৯:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্র জানায়, ‘শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে ৪টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে।

সূত্র আরো জানায়, প্রধানমন্ত্রী অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।’

সূত্র জানায়, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট অবসানে তার ভাষণে চারটি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তার ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর