October 27, 2025, 11:52 am

মাসুদ রানায় থাকছেন না শ্রদ্ধা

Reporter Name 176 View
Update : Sunday, September 29, 2019

বিনোদন প্রতিবেদক | রবিবার,২৯ সেপ্টেম্বর ২০১৯:
প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘মাসুদ রানা’ সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যাবে। গত ২৯ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এমনই এক ঘোষণা দিয়েছিল।

সকালে দেওয়া ঘোষণাটি সন্ধ্যাতেই মিথ্যে প্রমাণিত হয়। বেশকিছু গণমাধ্যম শ্রদ্ধা কাপুরের বক্তব্যসহ সংবাদ প্রকাশ করে যে তিনি ওই ছবিটির ব্যাপারে কিছুই জানেন না। তার সঙ্গে কোনো আলাপও হয়নি ‘মাসুদ রানা’ টিমের পক্ষ থেকে।

এবার জাজ মাল্টিমিডিয়া নিজেই ঘোষণা দিয়ে শ্রদ্ধা কাপুর সংক্রান্ত সকল গুজব-প্রচারের ইতি টানল। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতকাল শনিবার বলা হয়েছে, ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করছেন না শ্রদ্ধা। ফেসবুক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানায়, শিডিউল জটিলতায় ‘মাসুদ রানা’য় যুক্ত হতে পারছেন না শ্রদ্ধা কাপুর। তাকে ছাড়াই ছবিটি নির্মিত হবে।

গত ২৭ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ‘মাসুদ রানা’ সিনেমায় কাজ করার চুক্তি ছিল শ্রদ্ধার। কিন্তু শ্রদ্ধা বলিউডের অন্য সিনেমার জন্য শিডিউল দিয়ে রেখেছেন। কিন্তু সময়মতো অনুমতি নিয়ে কাজ শুরু না হওয়ায় ‘মাসুদ রানা’ সিনেমার সুলতা চরিত্রে অভিনয় করতে পারছেন না শ্রদ্ধা।

তবে মাসুদ রানার ভক্ত, দর্শক ও শুভানুধ্যায়ীদের হতাশ না হতে আহ্বান করে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যেই বলিউডের আরেকজন অভিনেত্রী মাসুদ রানা সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শিগগিরই তার নাম ঘোষণা করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর