December 1, 2025, 8:47 pm

শেখ হাসিনাকে মমতার টুইট, শুভেচ্ছা

Reporter Name 148 View
Update : Sunday, September 29, 2019

নিউজ ডেস্ক | রবিবার,২৯ সেপ্টেম্বর ২০১৯:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এক টুইট বার্তায় মমতা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ভারত-বাংলাদেশ মৈত্রী আরও দৃঢ় হোক, এই কামনা করি।’

জন্মদিন উপলক্ষে শনিবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিময়িং পক্ষে প্রধানমন্ত্রীর জন্য ফুল দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়।

জাতিসংঘের ৭৩তম অধিবেশনে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে অবস্থান করায় তার পক্ষে ফুল গ্রহণ করেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ আলম।

চীনের রাষ্ট্রদূতের পক্ষে দূতাবাসের কর্মকর্তা ইউ প্যাংএর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে আসেন।

এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বায়তুল মোকাররমে কোরান তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তার জন্মদিন উদযাপনে করে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর