August 7, 2025, 12:50 am

ধর্ষণের অভিযোগে রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

Reporter Name 138 View
Update : Monday, September 30, 2019

নিজস্ব প্রতিবেদক | সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯:
চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দুই পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

ধানমন্ডি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মরফিদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই মরফিদুল বলেন, চাকরি দেওয়ার কথা বলে ধানমন্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে এনে ওই নারীকে গণধর্ষণ করা হয়; এমন অভিযোগ এনে ওই নারী মামলা করেছেন। মামলা নম্বর ২৬।
তার অভিযোগের প্রেক্ষিতে রিহ্যাবের ওই দুই পরিচালককে গ্রেফতার করা হয়েছে। তারা এখন থানা হাজতে রয়েছেন বলে জানান এসআই রাজ্জাক।

তিনি আরও জানান, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়টি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ চলমান রয়েছে বলেও জানান তিনি।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর