August 3, 2025, 10:16 am

চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষঃ রুম ভাঙচুর, আহত ২ জন

Reporter Name 151 View
Update : Monday, September 30, 2019

নুর নবী রবিন | সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯: ব্যাংকে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ৮টি রুম।

সোমবার (৩০ সেপ্টেম্বর) অগ্রনী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানোর সময় কথা কাটাকাটিতে জড়িয়ে যায় বাংলার মুখ ও ভিএক্স গ্রুপের দু’জন সদস্য। এক পর্যায়ে ঘটনা শহীদ আব্দুর রব হলে ছড়িয়ে পড়লে উত্তেজিত কর্মীরা ৮টি রুম ভাঙচুর করে।

এসময় বাংলার মুখ গ্রুপের ১৬-১৭ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স বিভাগের শাহ আজহার তীব্র এবং ভিএক্স গ্রুপের ১৮-১৯ শিক্ষার্বষের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের মো. শিপন আহত হয়।

ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী বলেন, আর যাতে কোনোরকম ঝামেলা না হয়, সে ব্যাপারে বসে জুনিয়রদেরকে নিষেধ করেছি।

বাংলার মুখ গ্রুপের আবু সাইদ মারজান বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সামান্য ঝামেলা হয়েছে। আমরা সিনিয়ররা পরে মিমাংসা করে নিছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র
চৌধুরী বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিব।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর