September 15, 2025, 2:14 am

চাঁদপুরে সেলুন থেকে মাদকসহ আটক ২

Reporter Name 130 View
Update : Wednesday, October 2, 2019

চাঁদপুর | বুধবার, ২ অক্টোবর ২০১৯:
চাঁদপুর শহরের একটি সেলুন থেকে ১০০টি ইয়াবা ও ২৬ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের কালিবাড়ি এলাকার প্রিতম জেন্টস সেলুন থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন শহরের ষোলঘর বিটি রোড এলাকার দুলাল (৩৩) ও চৌধুরীপাড়া এলাকার মাহবুবুল হক নিপু (৪৮)।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওছমান বলেন, কোস্টগার্ড সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের কালিবাড়ি এলাকার প্রিতম জেন্টস সেলুনে অভিযান চালানো হয়। এ সময় সেলুনের ভেতর থেকে ১০০টি ইয়াবা, ২৬ বোতল ফেনসিডিলসহ তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর