মানিকগঞ্জে বাস খাদে পড়ে নিহত দুই, আহত ২৫
 
						মানিকগঞ্জ | শুক্রবার,৪ অক্টোবর ২০১৯:
মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২৫ যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ এবং মানিকগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে আরিচা যাচ্ছিল স্বপ্ন পরিবহনের একটি বাস। বিকেল সাড়ে পাঁচটার দিকে তরা এলাকায় বিপরীতগামী একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ২৫ যাত্রী আহত হয়।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিচালক (এসআই) আরিফুর রহমান বলেন, নিহতদের মধ্যে একজন পুরুষ এবং এক নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


 
												                                            





 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										