শারিরীক প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন তাজওয়ার ওয়ালী

রাসেল খান | রবিবার, ৬ অক্টোবর ২০১৯:
রাজ্জাক নামের এক শারিরীক প্রতিবন্ধীর পাশে মানবতার হাত বাড়িয়ে দিলেন তাজওয়ার ওয়ালী।
রাজ্জাক নিজে শারিরীক প্রতিবন্ধী হওয়া সত্তেও নিজে পরিশ্রম করে বাচারঁ স্বপ্ন ছিল তার মধ্যে বরং আত্মসম্মান নিয়ে জীবিকা নির্বাহ করার আশায় ডাব বিক্রি করতেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা এবং আর্থিক কষ্টের কারণে তার এই সল্প পুজির ব্যবসা প্রায় নিঃশেষ হয়েই গিয়েছিল। ছাত্রলীগ নেতা তাজওয়ার ওয়ালী তাকে আর্থিক ভাবে সাহায্য করার কারনেই তিনি পুনরায় ব্যবসা করে উপার্জন করার মত সাহস এবং অনুপ্রেরণা পেয়েছেন। তাজওয়ার ওয়ালী ভবিষ্যতেও প্রয়োজনে হলে তার পাশে দাঁড়াবেন বলে আশ্বস্ত করেছেন। ডাব বিক্রেতা শারীরিক প্রতিবন্ধী রাজ্জাক সবাইকে কৃতজ্ঞতা এবং শুভকামনা জানান এবং তার কাছ থেকে ডাব কেনার আহবান যানান।
তাজওয়ার ওয়ালী বলেন, গোলাম রাব্বানীর সম্পর্কে যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা-সমালোচনা থাকলেও যানা যায় বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজকর্মে তিনি নিজেকে সবসময় নিয়োজিত রেখেছেন এবং সকল ছাত্রলীগ নেতাকর্মীকে ইতিবাচক ও মানবিক ছাত্রলীগ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার অনুপ্রেরণা দেন এবং সাহায্য সহযোগিতা করেন। পথশিশুদের শিক্ষার ব্যবস্থা করা থেকে শুরু করে বিভিন্ন সময়ে সাধারণ এবং দুঃস্থ মানুষের মাঝে খাবার, বস্ত্র এবং নগদ অর্থ দিয়ে সাহায্য করেন আমি তার অনুপ্রেরনায় এবং সহযোগিতায় এধরনের কাজ করে আসছি।
জানা যায়,তাজওয়ার ওয়ালীর মা রোকেয়া বেগম সাবেক জেলা জজ, ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ছিলেন এবং বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন, বাবা ডাঃ এস এম ওয়ালীউল্লাহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
তাজওয়ার ওয়ালী আরো বলেন বলেন ‘মানবতার ফেরিওয়ালা গোলাম রাব্বানী ভাইয়ের অনুপ্রেরণা, সাহস এবং সহযোগিতা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাবো।