August 2, 2025, 8:57 pm

এশিয়া কাপে ৩০ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

Reporter Name 181 View
Update : Tuesday, August 14, 2018

স্পোর্টস ডেস্ক,মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮: সংযুক্ত আরব আমিরাতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে তিন তরুণ ক্রিকেটার জায়গা পেয়েছেন। এরা হলেন শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ। ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্স করায় তাদের দলে ডাকা হয়েছে।

মঙ্গলবার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিসিবি।

এদিকে এশিয়া কাপকে সামনে রেখে আগামী ২৭ আগস্ট থেকে তামিম-মুশফিকদের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে।

১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচ দিয়ে এবারের এশিয়া জয়ের মিশন শুরু হবে টাইগারদের। গ্রুপ পর্বে ২০ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মাশরাফি বাহিনী।

৩১ সদস্যের প্রাথমিক দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন ও ফজলে রাব্বি মাহমুদ।

এ বছর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাছাইপর্ব উতরে আসা আরও দুটি দল। অপরদিকে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ছাড়াও বাছাইপর্বের দুটি দল সুযোগ পাবে।

এশিয়া কাপের মূল টুর্নামেন্ট শুরুর আগে বাছাইপর্বে খেলতে যাওয়া ছয়টি দলের মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, নেপাল, মালয়েশিয়া ও হংকং।

আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হওয়া এই আসরের প্রথম পর্ব শেষ হবে ২০ সেপ্টেম্বর। দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে, ২১ থেকে ২৬ সেপ্টেম্বর হবে এই পর্বটি। ফাইনাল ২৮ সেপ্টেম্বর।

উল্লেখ্য, এশিয়া কাপের গত তিনটি আসরই বসেছিল বাংলাদেশে। ঘরের মাটিতে তিন আসরেই ফাইনাল খেলেছিল টাইগাররা। তবে শিরোপা হাতছাড়া হয় তিনবারই। এবার সেই আক্ষেপ ঘুচাতেই মিশন শুরু করবে টিম টাইগারস।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর