যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ভাই-বোন নিহত

যশোর | সোমবার ০৭ অক্টোবর ২০১৯:
যশোরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় দুই খালাতো ভাই-বোন নিহত হয়েছে। নিহতরা হলো- হাসান আলী (১৮) ও মালিয়া আক্তার (১৩)।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় যশোরের খাজুরা এলাকার কদমতলা নামক স্থানে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আলী যশোরের উপশহর ডি-ব্লকের আসলাম আলীর ছেলে এবং অপরজন মালিয়া উপশহরের এফ-ব্লকের সেলিম হোসেনের মেয়ে।
আহত তৈয়বা এফ-ব্লকের শাহজাহান আলীর মেয়ে। তারা তিনজন খালাতো ভাইবোন।
খাজুরা পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলে মাগুরার সীমাখালীতে বেড়াতে গিয়েছিলেন ওই তিন ভাইবোন।
ফেরার পথে খাজুরা এলাকার কদমতলা নামক স্থানে মাগুরামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়।
আহত তৈয়বাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর