August 3, 2025, 7:34 pm

দক্ষিণী অভিনেত্রীকে বিয়ে করছেন মণীশ পাণ্ডে

Reporter Name 255 View
Update : Friday, October 11, 2019

স্পোর্টস ডেস্ক | শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯ :
চুটিয়ে প্রেম করছেন বেশ কিছুদিন ধরেই। এবার এলো গাঁটছড়া বাঁধার পালা। বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার মণীশ পাণ্ডে। কনে বলিউড অভিনেত্রী আশ্রিতা শেঠী।

আগামী ২ ডিসেম্বর মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে দুদিন ব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন জীবন শুরু করবেন মণীশ ও আশ্রিতা।

এই তারকাদ্বয়ের বিয়েতে জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও দুই পরিবারের স্বজন ও সেলিব্রেটিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

দক্ষিণী ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন আশ্রিতা। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী ‘ইন্দ্রজিৎ’, ‘ওরু কানিয়ুম’, ‘মোনু কালাভানিকালম’ ও ‘উধায়াম এনএইচ৪’ এর মতো সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।

অপরদিকে ভারতীয় জাতীয় দলে সীমিত ওভারের ক্রিকেটে প্রায় নিয়মিত মুখ মণীশ পাণ্ডে। আইপিএলে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকান এই বিগ হিটার। ভারতের জার্সিতে ২৩টি ওয়ানডে, ৩১টি টি-২০ খেলা মণীশের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর