October 30, 2025, 8:56 pm

নরসিংদীর মাধবদীতে নাতীর হাতে নানী খুন

Reporter Name 140 View
Update : Friday, October 18, 2019

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার,১৮ অক্টোবর ২০১৯:
নরসিংদী সদর উপজেলা মাধবদীতে নানীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে নাতী। এ হত্যার অভিযোগে নাতী পলাশ (১৮)কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৭ অক্টোবর) দিবাগত রাতে মেহেরপাড়া ইউনিয়নের কুড়েরপার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ফুলমালা (৭০) একই গ্রামে সুন্দর আলীর স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, ঘাতক পলাশের দুই বছর বয়স থাকাকালিন তার বাবা আমিনুল ইসলামের এর সাথে মা’য়ের বিচ্ছেদ হয়। পরে নানীর আশ্রয়ে পলাশকে লালন-পালন করে। পলাশ মাঝে মাঝে গভীর রাতে বাসায় আসতো এতে নানী প্রায়ই তার প্রতি ক্ষিপ্ত হত। ঘটনার রাতে নানী নাতীর কথা কাটাকাটির এক পর্যায়ে নাতী পলাশ নানীকে হাতুড়ি দিয়ে উপর্যপরি আঘাতে নানী অচেতন হয়ে যায়। অতিরিক্ত রক্ত খড়নে ঘটনাস্থলেই মারা যায় নানী।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানিয়েছেন, প্রাথমকি জিজ্ঞাবাদে আটক পলাশ জানিয়েছে রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে খাবার চাইতে গেলে নানীর সাথে বাগবিতন্ডা হয়। একপর্যায় পলাশ ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে নানীর মাথায় আঘাত করে। পরে ঘটনাস্থলেই মারা যায় ফুলমালা বেগম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। আটক পলাশের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর