October 26, 2025, 11:06 am

টাইগারদের ব্যঙ্গ করে ভারতীয় চ্যানেলে বিজ্ঞাপন! (ভিডিও)

Reporter Name 298 View
Update : Friday, October 18, 2019

স্পোর্টস ডেস্ক | শুক্রবার,১৮ অক্টোবর ২০১৯: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। ৩ নভেম্বর নয়াদিল্লিতে গড়াবে দুদলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

এর আগেই টাইগারদের নিয়ে ব্যঙ্গ করে বিজ্ঞাপন তৈরি করলো স্টার স্পোর্টস।

জানা গেছে, এবারের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ক্রীড়া ভিত্তিক এই টিভি চ্যানেলটি। এর আগে একটি প্রমো ভিডিও প্রকাশ করে চ্যানেলটি। তাতে বাংলাদেশকে ব্যঙ্গ করা হয়েছে।

ব্যঙ্গাত্মক এ বিজ্ঞাপনের মডেল হিসেবে আছেন ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ।

টি-টোয়েন্টিতে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত সেটিকে থিম করে এ প্রমোটি বানিয়েছে স্টার স্পোর্টস।

আর এই ভিডিওতে শেবাগকে বলতে শোনা গেছে, এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়, তা হলে যে কি করবে কে জানে?

এছাড়া, টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এই ভিডিও প্রমো পোস্ট করে স্টার স্পোর্টস।

যেখানে ক্যাপশনে তারা লিখেছে, জনস্বার্থে জারি করা বীরেন্দ্র শেবাগের বার্তা- পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর