September 15, 2025, 12:12 am

জামালপুরের সেই সাধনা বরখাস্ত

Reporter Name 134 View
Update : Wednesday, October 23, 2019

জামালপুর | বুধবার,২৩ অক্টোবর ২০১৯:
জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাধনার সাময়িক বরখাস্তের বিষয়টি মঙ্গলবার (২২ অক্টোবর) জামালপুরের বর্তমান জেলা প্রশাসক (ডিসি) নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অফিস সহায়ক সাধনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমাল অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী অফিস সহায়ক সাধনার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্টে বরখাস্ত করা হয়।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর