August 21, 2025, 6:56 pm

ঢাকায় আসছে ইয়োগা রানী শ্বেওতা

Reporter Name 188 View
Update : Wednesday, October 23, 2019

স্বাস্থ্য ডেস্ক | বুধবার,২৩ অক্টোবর ২০১৯:
ভারতের আন্তর্জাতিক খেতাব বিজয়ী ইয়োগা থেরাপিস্ট শ্বেওতা ওয়ার্পে চার দিনের সফরে বাংলাদেশ আসছেন। আগামী ৩০ অক্টোবর ঢাকায় আসছেন এই ইয়োগা থেরাপিস্ট।

সফরকালে শ্বেওতা ওয়ার্পে গাজীপুরের ডরপ উদ্ভাবিত এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠায় মাতৃত্বকালীন ভাতা কেন্দ্রীক ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম পরিদর্শন করবেন।

এছাড়া মহাখালী ব্রাক সেন্টার ইনে ‘স্বপ্ন প্যাকেজ’প্রাপ্ত মায়েদের পরিবারের আর্থ-সামাজিক, সাংস্কৃতিক, মা-শিশুর স্বাস্থ্য, শিক্ষা, আবাসন, কর্মসংস্থান ও সৌন্দর্য অবস্থা বিবেচনায় ‘স্বপ্ন মা সেরা দশ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ‘দেহ-মন-সুস্থ’ বিষয়ক যোগব্যায়াম প্রদর্শন করবেন।

অপর এক অনুষ্ঠানে ইয়োগা থেরাপিস্ট শ্বেওতা ওয়ার্পের উপস্থিতিতে ‘মা সংসদ’ অধিবেশনসহ ‘স্বপ্ন মা সেরা মা’ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজয় মুকুট ও পুরস্কার তুলে দেয়া হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর