September 14, 2025, 10:12 pm

মালয়েশিয়ায় ছাদ থেকে পড়ে বাংলাদেশী নিহত

Reporter Name 130 View
Update : Thursday, October 24, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯:
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত হয়েছেন পাবনার ফরিদুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশী নির্মাণ শ্রমিক। গতকাল বুধবার (২৩ অক্টোবর) বংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ফরিদ পাবনার চাটমোহর উপজেলার পূর্বটিয়ারতলা গ্রামের সোনা প্রামানিকের ছেলে। সাড়ে চার বছর আগে সংসারে স্বচ্ছলতা আনতে মালয়েশিয়া যান ফরিদ। তিন ভাই ও এক বোনের মধ্যে ২য় ছিলেন তিনি। তার ১৫ বছর বয়সী ১টি ছেলে ও স্ত্রী রয়েছেন। বাবা আছেন, মা মারা গেছেন।

নিহত ফরিদের ভাতিজা জুয়েল জানান, তিন তলা ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে ফরিদের মৃত্যু হয়। মোবাইলের মাধ্যমে ফরিদের মৃত্যুর খবর পান ফরিদের স্বজনেরা। মৃত্যুর সংবাদ পর ফরিদের বাড়িতে মাতম চলছে। তার স্ত্রী ফরিদা খাতুন বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ফরিদের মরদেহ দেশে আনার জন্য সরকারে সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে তার মরদেহ যাতে দ্রুত দেশে আনা যায় তার ব্যবস্থা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর