December 1, 2025, 11:39 pm

জামায়াত নেতা আজহারের আপিলের রায় আজ

Reporter Name 139 View
Update : Thursday, October 31, 2019

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার,৩১ অক্টোবর ২০১৯:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের আপিলের রায়ের তারিখ ধার্য করা হয়েছে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর)।

বুধবার (৩০ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৩১ অক্টোবরের কার্যতালিকা প্রকাশ করা হয়। তাতে এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণার জন্য মামলাটি এক নম্বর ক্রমিকে রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি নুরুজ্জামানের আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

এর আগে গত ১০ জুলাই প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ উভয় পক্ষের শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামান (সিএভি) করেন।

১০ জুলাই এটিএম আজহারুল ইসলামের পক্ষে প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আপিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তির জবাব দেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৫ সালের ২৮ জানুয়ারি ১১৩ যুক্তিতে এটিএম আজহারকে নির্দোষ দাবি করে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর